বাক্‌ ১১৪ ।। অর্ণব পণ্ডা




কবিতা

ধবধবে সাদা ভাত ধবধবে চিন্তার সমান।
ধোঁয়া লেগে থাকা ভোর
ভেতরে সাইকেল চালিয়ে কেউ যায়...
ঝোলানো দুধের ক্যান, এশহরে শিশু আর বুড়ো
জেগে ওঠে সমান সময়।

জেগে থাকে চিরকাল স্তব্ধ করিডোর

ওদিকে প্রসূতিঘর, এদিকে পুরুষ।
কারুর বাড়ির ছাদে সারারাত পাজামা-পাঞ্জাবী
তুলে নিতে ভুলে গেছে কেউ।
অনিবার্যভাবে সে কি ফিরে আসবে খালি আলনায়
যেভাবে ফিরেছ তুমি, কবিতা?


                                      (চিত্রঋণ : Grace Pailthorpe 1883-1971)

1 টি মন্তব্য: