বাক্‌ ১১৪ ।। নীরা সরকার




জলবেলা

বাথরুমে আজ বৃষ্টি হয়েছে খুব
নাবিকদের কলতলা থেকে বানিজ্যিক শাওয়ার জুড়ে
একটা লাল মেঘের আস্তরণ ।
নীচে ছোটখাটো কয়েকটা ঘর বাঁধবার স্বপ্ন
তার নীচে পুরানো কয়েকটা ধুলো পড়া যোনিপথ
কয়েকটা ছিঁড়ে যাওয়া ভ্রূণ
কিছু সাংসারিক জমি,ফসল...
খাদের পাশে ব্যর্থ ধানচাষের দিন!
তারও নীচে বোধহয় শ্বাস নেয় তাদের
পুতুল খেলবার বয়স। উঠোন জুড়ে
প্রথম ঋতুর স্বাদ!
তারাও বাঁচুক। জলে ধুয়ে নিক বিগত নুন।
ভোরের সজাগ লাঙলের মতো, তারাও ভিজুক

আজ বৃষ্টি হয়েছে খুব
বাথরুমে আজ বোধহয় বৃষ্টি হয়েছে খুব



পুরুষ-নির্মাণ 

একটা দেশ ঢুকে আছে যোনির ভেতর।
উরু বেয়ে খামচে ধরা স্তনে
ওয়াল ক্লক ঝুলিয়ে,
ওরা পুরুষ হয়েছে সব।


                                      (চিত্রঋণ : Samrat Singh)

৮টি মন্তব্য:

  1. বাথরুমে আজ বোধহয় বৃষ্টি হয়েছে খুব

    উত্তরমুছুন