বাক্‌ ১১৪ ।। শানু চৌধুরী




নীলগঞ্জ


নীলগঞ্জ গোটাচ্ছে
 ভার্বাল সন্ধ্যের ভিতর ১২ রকম চোতা

মহেঞ্জদাড়ো একটা স্নানাগার 
আর উটের খুলির পরিচয়

পূর্বমীমাংসায় এনকোড করছে
ব্যাঙ্কের মোড়ের উইলেট



শ্রাচী

শ্রাচীর দিকে সমস্ত আঙুল
মুখস্থ করছে তানহাই


ছেনির কোঠরে আস্ত বাইপাস
গড়িয়ে রাখছে ভূমিকার জুয়েলার্স

ক্যাকটাস বাগান। বাঁকাচোরা রাস্তা।
গোলাপকে শেখাচ্ছে কাঁটার হিমাঙ্ক



                                                (চিত্রঋণ : Lobster Telephone/ Aphrodisiac Telephone 1936 - Salvador Dali)


৯টি মন্তব্য:

  1. শ্রাচী একটি মাল্টিডাইমেনশনাল চিন্তন।। ভালো।।

    উত্তরমুছুন
  2. ভালো লাগা ।।
    অনিকেশ••

    উত্তরমুছুন