বাক্‌ ১১৪ ।। জ্যোতির্ময় বিশ্বাস




শ্রান্ত বলো শান্ত বলো

কিংবা কিছু না বলে শুধু পাশ থেকে উঠে চলে যাও তাতে ঘুম ভেঙে যায় আর আওয়াজে জেগে উঠে আমি তো সবসময় পাখির মতো থাকি কেননা কুসুম কুসুম কিছু দাগ থাকে গায়ে তারপর, এরকম শুষ্ক একটা কমা হয়ে রাতে অর্জিত নীরব নিয়ে থাকি কিছুক্ষন আমার আমি আমি লাগে আমার জ্যোতির্ময় জ্যোতির্ময় লাগে আমি যেন ঘরের ফুসফুস বহু শ্বাস যেন একা সামলাই যাবতীয় উঃগুলি জেগে জেগে ওঠে যেন অতঃপর কী কী ফিরে ফিরে আসে তনুমনে...


শ্রান্ত বলি শান্ত বলি কিংবা কিছু না বলে
পাশ থেকে উঠে চলে যাই-
তাতে আর তোমার কিছু এসে যায়না
খবর পেলাম নাভি নাভি বেদনা নিয়ে পদ্য লিখেছো তুমি


                                                (চিত্রঋণ : vladimir kush)

৩টি মন্তব্য: