বাক্‌ ১১৪ ।। মাসুদার রহমান ।। আমব্রেলা কলোনি ও অন্য দুটি কবিতা




শক্ত কবিতার সঙ্গে প্রেসার-কুকার ফ্রি

ডাল সেদ্ধ হচ্ছে কিচেনে। শব্দকাছের বারান্দা
হাতের কাজের সঙ্গে
প্রেসারের সিটিগুলো গুনে যাচ্ছে বউ

সমস্ত সকালবেলা লেখা টেবিলে বসে
এই সব শুনে-দেখে ভাবি, আড়ালপ্রিয় কবিতাগুলোর কথা
আপনার রোমান্টিক চোয়াল যা চিবুতে পেল না

কবে যে ঘোষণা হবে
শক্ত কবিতার সঙ্গে প্রেসার-কুকার ফ্রি





কাঁঠালগাছের নিচে ক্যাপ্টেন

কাঁঠালগাছের নিচে ক্যাপ্টেন; ক্যাপ্টেনের ঘোড়া

দূরে যুদ্ধের মাঠ

শিরস্ত্রাণ খুলে; কোমরের বেল্ট বাঁধা রিভলভার খুলে
ক্যাপ্টেন সামান্য বিশ্রাম নেবেন!

কাঁঠাল পাতারা খুব সতর্ক; ছড়িয়ে দিচ্ছে ঘুম
ক্যাপ্টেন ঘুমিয়ে গেছেন

ওই দিকে যুদ্ধের মাঠ

ক্যাপ্টেন ঘুমিয়ে গেছেন

ক্যাপ্টেনের ঘুমের ভেতর
গড়িয়ে যাচ্ছে অজস্র আপেল ভরা হুইসেল


আমব্রেলা কলোনি

কলোনির কেউ নই। হতে পারি এক ঝাপটা হাওয়া
গলির এপথ দিয়ে ঢুকে
ওপথে বেরিয়ে যেতে তোমাকে দেখেছি
আর থমকে গিয়েছি

হাওয়া থমকে গেলে কী ভ্যাপসা গরম; পরে বৃষ্টি নেমেছিল

বৃষ্টির দিনে সমস্ত পৃথিবী এক আমব্রেলা কলোনি

সবচেয়ে উজ্জ্বল ছাতাটি তোমার

                                                        (Shepherdess, 1886-1887 Pierre-Auguste Renoir)

৪৪টি মন্তব্য:

  1. আমব্রেলা কলোনি । - রেনেসাঁ

    উত্তরমুছুন
  2. ক্যাপ্টেন, আপেল ভরে দাও, আমরা মাধ্যাকর্ষন ধরে নেব |

    উত্তরমুছুন
  3. অনবদ্য! তিন কবিতা পাঠে দারুণ পরিতৃপ্তি পেলাম। ধন্যবাদ, কবি...

    উত্তরমুছুন
  4. কবিতা এভাবেই যাপনের নিঃশব্দ সংবাদ হয়ে ওঠে।

    উত্তরমুছুন
  5. 'কবিতার সঙ্গে প্রেসার-কুকার ফ্রি'
    'গড়িয়ে যাচ্ছে অজস্র আপেল ভরা হুইসেল'
    'বৃষ্টির দিনে সমস্ত পৃথিবী এক আমব্রেলা কলোনি'
    পঙক্তি গুলো বহুদিন মনে গেঁথে থাকবে।

    উত্তরমুছুন
  6. মাসুদ ভাইয়ের কবিতা আর আমি

    এই কবিতা পড়তে আমার ভয় করে।
    না হয়তো ভয় নয়।
    ঈর্ষা!
    এই যে শব্দের পর শব্দ
    ইমেজের উদ্ভাস
    অদেখা ভুবন।
    এই অদেখা ভুবনে অচেনা অতিথির মত ঢুকে পড়ে
    ভাল লাগে।

    আবার ঈর্ষা।
    আমার ভাল লাগে না।

    এ এক অদ্ভুত প্যারাডক্স।

    উত্তরমুছুন
  7. সবচেয়ে উজ্জ্বল ছাতাটি তোমার.....ভীষণ ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত।

    উত্তরমুছুন
  8. আপনার কবিতায় প্রেসার কুকারের দরকার নেই । কবিতা কবিতা সহই ।

    উত্তরমুছুন
  9. প্রিয় কবি, বারবার চমৎকৃত হই, বারবারই। অদ্ভুত কলম আপনার মাসুদার। আনত হই আপনার কবিতার কাছে।

    উত্তরমুছুন
  10. বরাবরের মতো প্রিয় কবির প্রিয় কবিতা হয়ে উঠলো। মুগ্ধতার অসীম,চিত্রিত ভাবকল্পের নয়া যুবরাজ।♥

    উত্তরমুছুন
  11. বরাবরের মতো প্রিয় কবির প্রিয় কবিতা হয়ে উঠলো। মুগ্ধতার অসীম,চিত্রিত ভাবকল্পের নয়া যুবরাজ।♥

    উত্তরমুছুন
  12. tumi , tumi ... he priyokobi ... thako ojosro ... kobita hok srotpakhider voraapeler moto ..

    উত্তরমুছুন
  13. দারুণ দাদা। আমব্রেলা কলোনি বিশেষ ভালো লাগল

    উত্তরমুছুন
  14. ভাল লাগল লেখাগুলা মাসুদার ভাই।

    উত্তরমুছুন