বাক্‌ ১১৪ ।। ফারজানা মণি




প্রুফশিট

১.
মস্তিষ্কে যে আঘাত এসেছিলো
ফাঁকা ইয়ার্ডের ম্যাথম্যাটিকস
কেটে দিলে ছিদ্রপথে খাতার ব্যাকরণ পাল্টে যায়
সিজনাল এক্স ওয়াই জেড
ইকুয়েশন অফ জিরো ডিগ্রি। চুমু তবে মেকানিক্যাল মৌমাছি।

২.
ন্যুডিটি এবং অর্ধস্তন। যাকে ডেকেছিলাম জামার ফিতায় - ছোট আলপিনে দাগ বসে গেছে উঁচু জমিতে। রক্ত সঞ্চালন যে বৃষ্টির নাম আমি তার পরিত্যাগ করা পার্টস।

৩.
রজনীকান্ত জেগেছিলো। এক ফোঁটা স্পার্মের পোস্টমর্টেম মানুষ জন্ম দেয়। প্রজাপতির পাখায় রিনিঝিনি বাদ্য।


                                      (চিত্রঋণ : Penelope Slinger)

৮টি মন্তব্য:

  1. ।।। প্রতিলাইনের স্টাইল।।। অসাধারণ

    উত্তরমুছুন
  2. চাবুক, ফাড়ু, ফায়ার মণি

    উত্তরমুছুন
  3. বেশ অভিনবত্ব আছে লেখায়।

    উত্তরমুছুন