বাক্‌ ১১৪ ।। হাসিবুল আলম





পারস্পরিক দুর্ঘটনাসমূহ

অনেকদিন হয়ে গ্যালো অনেকের সাথে আর যোগাযোগ নেই।
অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কেউ কেউ নিজ থেকেই আকাশে ঝাপ দিয়েছে।
অনেকে ব্যস্ত। কেউ কেউ মরে গ্যাছে পারস্পারিক দুর্ঘটনায়।
অনেকে আবার এমন- তারা যে ছিলো তারও টীকা-ভাষ্য নেই।
অনেকে হয়তো বেঁচে আছে। চাকরী করছে। ব্যবসা করছে।
কারো কারো স্ত্রী আছে। পরস্ত্রী আছে। কেউ'বা দু চারটা কুমিরও পোষে।
পুরুষ-পরপুরুষে বিস্তর বদলে গ্যাছে।
কেউ কেউ খুনের পর খুন করে যাচ্ছে। কেউ কেউ খুন হচ্ছে। কেউ কেউ হবে।
অনেকে মানচিত্র বদলিয়েছে। ভালো নেই। ভালো আছে। ভালো নেই।
অনেকদিন হয়ে যাচ্ছে- মানুষে মানুষে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে!



যুদ্ধ যুদ্ধ খেলা

যুদ্ধ শেষ হলো কিছুদিনের জন্য। আপাতত একদল জিতল একদল হারল। সাত মহাদেশের কোথাও বিশেষ চরিত্রের কোনো ফুল ফুটলো কিনা কেউ জানে না। আমার বৃদ্ধ বাবার জীবন আরো কয়েক বছর বৃদ্ধি পেল। বৈশ্বিক অর্থনীতিতে এক অতিকায় অদেখা দৈত্য দেখা দিল। সে খায় শুধু কাগজী ফুল। যে ফুল আমাদের বাগানে গত কয়েক দশক ধরেই আসে না।
এখন আমরা  আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে পেট ভরি। আকাশে ভেসে বেড়ায় এক মুহুর্মুহু  দৈববাণী-   যুদ্ধ মানে দীর্ঘকাল তোমাদের সাথে একই আকাশের নীচে বসে বসে আকাশ দ্যাখা। 



হ-য-ব-র-ল 

ধরি,
ক হচ্ছে আমার জীবন। খ হচ্ছে তোমার জীবন। এবং গ/ঘ/ঙ/চ হচ্ছে যথাক্রমে তৃতীয়/ চতুর্থ/ পঞ্চম/... এভাবে আরো আরো চরিত্রদের জীবন।
এরপর তুমি এসে আমার জীবনের মধ্যে ঢুকে গেলে। এখন আমার জীবন গিয়ে দাঁড়ালো ক-খ তে। এই ক-খ এর অভ্যাসে অভ্যস্ত হতে হতে আবিষ্কার করলাম আরো আরো খ-গ/খ-ঘ/ক-খ-ঘ/ক-খ-ঙ-চ/.. ইত্যাদি নানা চরিত্রের উপজীবন।
তো বর্ণমালাদের এতসব ব্যঞ্জনার ভেতরে শুতে শুতে একদিন এক অবসন্ন বিছানায় পুনরায় আবিষ্কার করলাম আমার চরিত্র বা জীবন আসলে একমাত্র 'ক' ই । কিন্তু ততদিনে স্বরবর্ণ/ব্যঞ্জনবর্ণ/যতিচিহ্ন/যুক্তাক্ষর আর তোমার চতুর্দশ /পঞ্চদশ /ষোড়শ প্রেমিকেরা সব গুলিয়ে-টুলিয়ে আমি একদম হ-য-ব-র-ল!



একজন সংখ্যালঘু চাঁদ

অন্যান্য যে কোনো রাতের মতোই ২০১৭ সালের এই শরণার্থী রাত
আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছে তারই মতো এক সংখ্যালঘু চাঁদ

কারো দুঃখ য্যানো বয়ে যাচ্ছে না কারোর দিকেই
পৃথিবীর ওইপাশে বিশ্বযুদ্ধ
পৃথিবীর ওইপাশে শিশুমৃত্যু
পৃথিবীর ওইপাশে আগ্রাসন
পৃথিবীর ওইপাশে মানচিত্র ভাগাভাগি
পৃথিবীর ওইপাশে দূরে যাওয়া-যায়ি
পৃথিবীর ওইপাশে ফুটবল বিশ্বকাপ
পৃথিবীর ওইপাশে অবাধ যৌনাচার
পৃথিবীর ওইপাশে খাদ্যস্ফীতি
পৃথিবীর ওইপাশে মহামারী
পৃথিবীর ওইপাশে ভুল বোঝাবুঝি
                                              মানুষে মানুষে!
অন্যান্য যে কোনো রাতের মতোই ২০১৭ সালের এই শরণার্থী রাত
আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছে তারই মতো এক সংখ্যালঘু চাঁদ





লাইফ সাইকেল

শনিবারে তোমার জন্ম।
রবিবারটা ছিল বন্ধের দিন।
সোমবারে ঘুম থেকে উঠতে না উঠতেই তোমার কাঁধে স্কুল তুলে দেয়া হলো।
মঙ্গলবারে তুমি এক বন্ধুর নাক ফাটিয়ে ঘরে ফিরলে।
বুধবারটা ছিল প্রেমের দিন।
বৃহস্পতিবারে তোমার গায়ে ১০৪ ডিগ্রী জ্বর।
শুক্রবারে তোমার বাবা মারা গ্যালো।
আজ শনিবার- তোমার জন্মদিন।
হঠাৎ তোমার ছেলেটা এসে জিজ্ঞেস করলো-
                    'আশ্চর্য! আপনি এখনো বেঁচে আছেন!'
 



                                                                             (চিত্রঋণ : vladimir kush)

১২টি মন্তব্য: