বাক্‌ ১১৪ ।। সুকান্ত সিংহ




লাস্ট সাপার

এসো।
ফ্রিজ থেকে বার কর আইস কিউব।
স্যালাড ওখানে আছে।এগিয়ে দাও।

আমাদের বেঁচেবর্তে থাকার মধ্যে
ঝনঝন করে উঠুক পানীয় ও রুটি।
উলটে গেছে লবণদানি। যাক।
কাল ঘাতকের মুখে যেন হাসি থাকে।

খালি রয়েছে গ্লাস।
ঢালো। অস্তিত্ব।


বিড়ি পাতার গল্প

তাইলে বিচার কর কথাটা শুন বলি
বছর পেরুলনি ষষ্ঠটি হতেই বলল আর
লয় রবিবাবু
(কবি) চোদ্দ ভাইবোন
জমিদারি ছিল অবিশ্যি তা বেড়বিঘে
আমারো কম কীসের বলে বড় ছেলে
বিয়োতে লেগেছে তারা লজ্জা পায় কথা
হল সেটি ব্যপার বটে স্বভাবে হাত নাই
হাসপাতালে হাতে হাতে টাকা দিল ডাক্তারটি
ছোকরা তেমন কষ্ট নাই ব্যবস্থা করে দিল
পধানের
  ছেলে ফেরার পথে বলে খুড়ো
দুশো টাকা দাওমিষ্টি খাই কী দিনকাল
ভেবে দেখ শালার লাইগেশনেও দালালি
  


                                      (চিত্রঋণ : Salovador Dali)

৫টি মন্তব্য: