বাক্‌ ১১৪ ।। শান্তনু বেজ




প্রেগন্যান্সি টেস্ট

রুনু এটায় তিন ড্রপ ইউরিন দিও। প্রথম ড্রপ দেবার সময় মনে মনে তিনবার বলো "ঈশ্বর! ঈশ্বর! ঈশ্বর!"। দ্বিতীয় ড্রপে বলো, "শয়তান! শয়তান!"। তৃতীয় ড্রপে একবার বলো "রায়গুণাকর ভারতচন্দ্র"
যদি টেস্ট পজিটিভ হয়, তাহলে জানবে আজ থেকে আমি মঙ্গলকাব্যের নতুন কবি আর তুমি বাংলার 'ঈশ্বরী পাটনী '

                                                                  (চিত্রঋণ : khalil Gibran)

২০টি মন্তব্য:

  1. +ve ভাই, আমি জাস্ট স্তম্ভিত হয়ে গেছি |

    উত্তরমুছুন
  2. ভালো লাগল শান্তনু! কিছুটা নারায়ণ মুখোপাধ্যায় আর কিছুটা কেদার ভাদুড়ীর কথা মনে পড়ল। কিন্তু লেখাটি নিজগুণে স্বকীয়। চালিয়ে যাও!

    উত্তরমুছুন
  3. একাংশ। অজস্র। ইমোশনের বোল। অলি ফুটলো বোলে ...

    উত্তরমুছুন
  4. এ এক অন্য শান্তনু। অন্যভাষ্য। অসাধারণ লাগল ভাই।

    উত্তরমুছুন