বাক্‌ ১১৪ ।। রাজা সিংহ




উর্বর আলোর শব্দ

দেবতাদের ডিপার্টমেন্টে বসে আছি ঠেলে ফেলে দিচ্ছে 
নিরোধ দিয়ে ঢাকা প্রতিটা আগ্নেয়াস্ত্র আতরাফি ঢঙের নয়
চেয়ার সেজে দেবীদের মেকাপ রুমে পোস্টিং নিয়েছি 
জন্ম আঁশটে মেধা আঁশটে পায়া ভাঙা প্রেম আমার
বীর্যাতিত সম্মাননা পুড়ন্ত সুখী ছোটো পা আমার
মিয়ানো শব্দের বিয়োজন স্যার  সাড়া দিন..না .... রাত 
?
আকাশ উর্বর করা আলো আলো উর্বর করা শব্দ মৃত্যুর অমৃত বোধ
কল কল করে তৃপ্তি বয়ে যায় আসে যায়
আবদ্ধতা আবিষ্কার হয়নি কখনও তখনও
!!
হাফপ্যান্ট গুপ্ত করতে শিখছেনা কোনও ছোপ.. ও ছুপা .....
না লিখতে গিয়ে '' গুঁড়ো গুঁড়ো হচ্ছে তেমন আরকি
জামা সর্বস্ব শরীর তোয়াক্কার ব্রীজ ব্যাপ্ত অথচ গাঢ়!
ব্যাক্তি গুলোকে কেটে ছেঁটে ধুয়ে মুছে গেঁজিয়ে
ক্লিপিং করে রাখছে কারা !!!! চুপ চাপি কথার ধোঁয়া
ভোঁ রোঁয়া ওঠা টাইমিং এর কারখানা কেউ সিলিং পায়না
ঠিক এইখানে রাখা একটা গোটা যদিও হেঁটে যাবে আজ থেকে


                                                (চিত্রঋণ : oscar Dominguez)

৪টি মন্তব্য: