বাক্‌ ১১৪ ।। প্রকল্প ।। শানু চৌধুরী

PICTURE: The Persistence of Memory hidden symbols. 1931. Painting by Salvador Dali


১। জন্মভ্রূণ অথবা মৃত্যুচেতনা

ভাবনা 'THE REFLECTION' প্যারালেল সত্ত্বা চাবুকের শব্দময়তা। চিৎকার না পাওয়া ক্রিয়া বিক্রিয়া।

ঘড়ির যান্ত্রিক গোলযোগের পর কাঁটার সমীকরণ বদলে যায়। অর্থাৎ 'বিধবা’ হয়ে যায়। বিচ্ছিন্নতার "PSEUDONYM" মনে হয় বিধবা শব্দটিকে। হয়তো এটাই সহজ লাগে এখন রিলেট করতে। যেরকম দৃশ্যের কাছে অন্ধপ্রায় অপটিক নার্ভ বা মৃত ঈশ্বরের কাছে বন্দনার র্রিফালজেন্স। ঠিক তেমনই ঘষা কাঁচ অপটিক নার্ভটির অন্তিম সম্বল। সন্তান। পরিচর্যার শেষ বিষয়টুকুর ছায়া।

 ক্রুশবিদ্ধ সময়ের প্রতিবিম্ব।
ভাঙা পেরেকে বয়ে চলা রক্তস্রোতের উঠোন। রাস্তা সমান সম্পর্কের ষ্টীমরোলারে বিঁধে যাওয়া কাঁচের রঁদ্যেভুর মতন।


২। হরফের সিউডোনিম

"Death and its concept absolutely empty"-
Jeff Mason



এই তত্ত্ব গলাধঃকরণের পরেও একটা জানালা থাকে।"A COMPLETE WINDOW" যার ভিতরে হঠাৎ বাড়তে থাকে বটগাছ, দালানের সুরকির গায়ে। অজান্তেই অতলান্তেই শুকোতে থাকে সিম্বলিক চিহ্নের সোমাটিক টানেল।

"মিনহ্ খালেক নকুম- ওফিহা নইদোকুম-আমিনহা নোখরে জুখুম তারাতন উখরা" (ইচ্ছের লেখা) প্রাকৃতিক ইচ্ছের মতন অথবা এক সামান্থা বিশ্বাস। মাটির ভ্রূণে প্রোথিত অবিনশ্বর ভাষা।


টার্মিনেশনের ভিতরে একপ্রকার ব্যাকটিরিয়া যেভাবে কুঁড়ে কুঁড়ে খায় নসাৎ করে দেওয়া এপিটাফের প্রশ্বাস। বেঁচে থাকার ব্যাকরণ অথবা মৃত্যুর তৎসম।

 সক্রিয়তা ও নিস্ক্রিয়তায় ডিকম্পোজ যাওয়া জানালা অথবা পচনশীল কাঠের ব্যাখা। শেষ দ্যুতির 'LIVING CYCLE' ও মর্টালিটির MEDIAEVAL সময়ের ইস্তেহার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন