বাক্‌ ১১৪ ।। হাসনাত শোয়েব



দ্য রেইনি সিজন ২৫

মৃত্যু

বালিতে আঙুল দিয়ে তুমি মৃত্যু লিখছ। তার মৃত্যুর ওপর দিয়ে মাত্র কিছু পিঁপড়া হেঁটে গেলো। আর ঠিক মাথার ওপর উড়ছে একদল চিল। আশেপাশে ভিড় করেছে একদল মাংসাশী দার্শনিক। সবাই যার যার প্রয়োজনে মৃত্যুর অপেক্ষা করছে।

               
কর্ম

সমুদ্র জলে মৃত্যুর গোসল সারা হলো। বালিঝড় এসে ঢেকে দিল তাকে। মাথার পাশেই দরুদশরীফ পড়ছে একদল সিগাল। তুমি এগিয়ে যাচ্ছো আরেকটি মৃত্যুর দিকে।


শোকসভা

সান্ধ্যকালীন জোয়ারে ভেসে গেলো মৃত্যু, পিপড়া, চিল ও মাংসাশী দার্শনিক।


                                                                                                     (চিত্রঋণ : Francis Bacon, Figure Study II (1945-46)

৩টি মন্তব্য: