বাক্‌ ১১৪ ।। অনিকেশ দাশগুপ্ত




জন্মান্তর

নির্ধারিত টার্মিনাস- স্বপ্নের
নগ্নতায় মাত্রাতিরিক্ত
একটা দৃষ্টি গুটিয়ে
 থাকুক   বেনথিক্ সিঁড়ি
            বহুতলের মুঠোয় একরাশ কাঁচ
খোয়া যায় - খোলা আদর খোলা রাত্রি
কিংবা খোলা গন্ধে হারানো
মানুষটি নেই : বিকল্প যা,
নিজ পরিসরে
বুঝে নিও পিওনভোরের নীল |
গোটা অংক আঙুলের ডগায় তুলে নিলে
এভাবে শতাব্দী, শিশি , দাবা পরিচালিত হয়
তোমার তো বৃত্ত আর আগুন
আলাদা রাখবার কথা ছিল,
তোমার হাতের সরোবরে এইটুকু নির্ভরতা
পরক্ষণেই ডানা ঝরছে শহরে দ্যাখো


সংকোচন

গা ছ  আর তেজস্ক্রিয়তা চুষে নিচ্ছে
যাবতীয় দ্বিজ, ত্বকের কাছে বাড়ির
ফিকে - রাংতার রিদমে শুয়ে থাক
কোঁচকানো অন্ড
শুক্রের ত্যাগ একপ্রকার আলোকবিশ্লিষ্ট
গাছ যার অসমাপ্ত ইউসার ম্যানুয়ালে
সমদৈর্ঘ্য সন্নাটা ...
 
                                    (চিত্রঋণ : Salvador Dali)

১৭টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. আপনার পরিচয় পেলুম না তবুও মন্তব্যের জন্যে ধন্যবাদ

      মুছুন
  2. খুব ভালো লাগল। আপনার কবিতা যত পড়ছি আশ্চর্য হচ্ছি।

    উত্তরমুছুন