বাক্‌ ১১৪ ।। শম্পা মাহাতো




পূজা পরিক্রমা

স্ট্রেচারে লিপিবদ্ধ ভাষা পড়তে পারছি না
গোঙানি আছড়ে পড়ছে
সান্ত্বনা পাশ ফিরে গেলে
চোখ কেড়ে নিচ্ছে বাঁকা শিরদাঁড়া
মা মা করে ডাকছি
অথচ সাড়া পাচ্ছি না।
এইসব মনে পড়ার পরও দেখছি
নির্মাণ জারি থাকছে
আর
জরির পাড় শাড়ি
আমার শব্দের জোগান
পুজো পরিক্রমা, প্যান্ডেলই
ফিকে হয়ে যাচ্ছে শুধু
আমি মাকে ছুঁতে পারছি না কিছুতেই।

                                      (চিত্রঋণ : Muayad Muhsin)

৮টি মন্তব্য:

  1. স্পর্শ যেভাবে অর্জনে বসে থাকে যেভাবে চালচিত্র। কবিতার। কাঠামো।

    উত্তরমুছুন